Koshe Dekhi 23.1 Class 10|ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি কষে দেখি ২৩.১|কষে দেখি 23.1 ক্লাস 10



কষে দেখি 23.1

1. একটি সমকোণী ত্রিভুজ এঁকেছি যার অতিভুজ AB=10 সেমি. ,ভূমি BC=8 সেমি. এবং লম্ব AC =6সেমি. । ∠ABC –এর Sine এবং tangent এর মান নির্ণয় করি ।

সমাধানঃ

সমকোণী ত্রিভুজ ABC-তে ∠ABC এর সাপেক্ষে , অতিভুজ AB=10 সেমি. ,ভূমি BC=8 সেমি. এবং লম্ব AC =6সেমি. ।

2. সোমা একটি সমকোণী ত্রিভুজ ABC এঁকেছে যার ∠ABC =90°,AB=24সেমি. এবং BC =7 সেমি. ।হিসাব করে sinA ,cosA,tanA ও  cosecA- এর মান লিখি ।

সমাধানঃ

Madhyamik Math Koshe Dekhi 23.1|ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি কষে দেখি ২৩.১|কষে দেখি ২৩.১ ক্লাস ১০ সমাধান|Koshe Dekhi 23.1 Class 10

সমকোণী ত্রিভুজ ABC এর কোণ ∠A এর সাপেক্ষে ভূমি AB =24মিটার এবং লম্ব BC =7 মিটার এবং অতিভুজ AC ।

পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই ,      

(অতিভুজ)2 = (লম্ব)2 + (ভূমি)2

বা, (AC)2 = (BC)2 + (AB)2

বা, (AC)2 = 49+576

বা, (AC)2 = 625

বা, (AC)2 = (25)2

বা, AC = 25

∴ অতিভুজ AC =25 সেমি.

3.যদি ABC একটি সমকোণী ত্রিভুজের ∠C =90°,BC =21 একক এবং AB=29 একক হয় তাহলে SinA,CosA,SinB ও CosB এর মান নির্ণয় করি ।

সমাধানঃ

ABC সমকোণী ত্রিভুজের ∠C=90°,BC =21 একক এবং AB=29একক ।

 ∠A এর সাপেক্ষে ভূমি AC এবং লম্ব BC এবং অতিভুজ AB আবার B কোণের সাপেক্ষে লম্ব AC এবং ভূমি BC এবং অতিভুজ AB

4. যদি cos ϴ=7/25 হয়, তাহলে ϴ কোণের সকল ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করি ।

সমাধানঃ

ধরি , ভূমি = 7k এবং অতিভুজ = 25k [k(≠0) একটি আনুপাতিক ধ্রুবক ]

পিথাগোরাসের উপপাদ্য থেকে পাই ,

(অতিভুজ)=(লম্ব)2+(ভূমি)2

বা, (25k)2 = (লম্ব)2 +(7k)2

বা, (লম্ব)2 = 625k2-49k2

বা, (লম্ব)= 576k2

বা, (লম্ব)= (24k)2

বা, লম্ব = 24k

5. যদি cotϴ =2 হয়, তাহলে tanϴ ও secϴ -এর মান নির্ণয় করি এবং দেখাই যে , 1+tan2ϴ=sec2ϴ

Madhyamik Math Solution Of Chapter 23
Madhyamik Math Solution Of Chapter 23

6. cosϴ = 0.6 হলে, দেখাই যে ,(5sinϴ-3tanϴ)=0

সমাধানঃ

ধরি , ভূমি =3k এবং অতিভুজ =5k [k(≠0) একটি আনুপাতিক ধ্রুবক ]

∴ (5sinϴ-3tanϴ)=0 [প্রমাণিত ]

7. যদি , cotA =4/7.5 হয় , তাহলে cosA এবং cosecA –এর মান নির্ণয় করি এবং দেখাই যে , 1+cot2A=cosec2A

Koshe Dekhi 23.1 Class 10|ত্রিকোণমিতিক অনুপাত এবং ত্রিকোণমিতিক অভেদাবলি কষে দেখি ২৩.১

8. যদি sinC =2/3 হয় , তবে cosC ✕ cosecC –এর মান হিসাব করে লিখি ।

ধরি , লম্ব =2k এবং অতিভুজ =3k [k(≠0) একটি আনুপাতিক ধ্রুবক ]

9. নীচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখি ।

(i) tanA এর মান সর্বদা 1 অপেক্ষা বড় ।

উত্তরঃ মিথ্যা ।

এখন লম্ব < ভূমি হলে tanA<1 হবে সুতরাং বিবৃতিটি মিথ্যা ।

(ii) cotA এর মান 1 অপেক্ষা ছোট ।

উত্তরঃ মিথ্যা।

এখন ভূমি > লম্ব হলে cotA > 1 হবে সুতরাং বিবৃতিটি মিথ্যা

(iii) একটি কোণ ϴ-এর জন্য sinϴ = 4/3 হতে পারে ।

উত্তরঃ মিথ্যা ।

এক্ষেত্রে লম্ব 4 একক হলে অতিভুজ 3 একক কিন্তু কোনো একটি সমকোণী ত্রিভুজে লম্ব অপেক্ষা অতিভুজ ছোট হতে পারে না ।

∴ sinϴ = 4/3 হতে পারে না ।

(iv) একটি কোণ α -এর জন্য secα=12/5 হতে পারে না ।

উত্তরঃ মিথ্যা ।

 একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 12 একক হলে ভূমি 5 একক হওয়া সম্ভব ।

সুতরাং বিবৃতিটি মিথ্যা ।

(V) একটি কোণ β (Beta) –এর জন্য cosecβ=5/13 হতে পারে ।

উত্তরঃ মিথ্যা ।

অর্থাৎ অতিভুজ 5 একক হলে লম্ব 13 একক যা অসম্ভব কারণ সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য সর্বাধিক ।

∴ cosec β =5/13 হতে পারে না ।

(vi) একটি কোণ ϴ-এর জন্য cosϴ =3/5 হতে পারে ।

উত্তরঃ সত্য ।

∴ ভূমি 3 একক হলে অতিভুজ 5 একক হতে পারে ।

সুতরাং cosϴ =3/5 হতে পারে ।


🥀 পোস্টটি পছন্দ হলে শেয়ার করুন🥀
 🌹ধন্যবাদ🌹

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ