⭕আপনি জানেন কী নামতার প্রত্যেকটি কোথার অর্থ

⭕১ এ চন্দ্র —চাঁদ।

⭕২ এ পক্ষ —কৃষ্ণপক্ষ ও শুক্লপক্ষ।

⭕৩ এ নেত্র —ডানচক্ষু ,বামচক্ষু ও জ্ঞানচক্ষু।

⭕৪ এ বেদ —ঋক ,সাম ,যজুঃ ও অথর্ব।

 ⭕৫ এ পঞ্চবাণ —মম্মাহেন , উম্মাদন , নিষেধ , তপন ও স্তম্ভন।(এগুলো কামদেব মদনের বান)

⭕৬ এ ঋতু —গ্রীষ্ম ,বর্ষা ,শরৎ ,হেমন্ত ,শীত ও বসন্ত।

⭕৭ এ সমুদ্র —লবণ , ইক্ষুরস , সুরা ,ঘৃত ,দধি ,ক্ষীর ও স্বদুদক।

⭕৮ এ অষ্টবসু  —অনল ,অনিল ,সামে, অষ ,ধরা, ধ্রুব, প্রত্যুষ ও প্রভব।(মহাভারত অনুসারে)

সামে , অগ্নি ,অর্ক, অনিল ,ইন্দ্র , কুবের ,বরুণ ও যম।(মনুস্মৃতি অনুসারে)

⭕৯ এ নবগ্রহ—সূর্য, চন্দ্র ,মঙ্গল, বুধ ,বৃহস্পতি, শুক্র, শনি, রাহু ,কেতু।

⭕১০ এ দিক—পূর্ব ,পশ্চিম, উত্তর, দক্ষিণ ,ঈশান, অগ্নি, নৈঋত ,উর্ধ ,অর্ধ।

🔥পোস্টটি পছন্দ হলে শেয়ার করুন 🥀

মন্তব্যসমূহ

জনপ্রিয় পোস্টসমূহ